মানসম্মত শিক্ষা
সমৃদ্ধ নৈতিকতা
সামগ্রিক উন্নয়ন
মেগচামী দাখিল মাদরাসা
MEGCHAMI DAKHIL MADRASAH
INSTITUTE CODE: 16310 EIIN: 108852
মেগচামী, মধুখালী , ফরিদপুর।Email: m108852@gmail.com | Mobile: 01709901234
Web: https://megchamidm.edu.bd/
  ব্রেকিং নিউজ  
মোঃ আবু রাসেল
উপজেলা নির্বাহী অফিসার,মধুখালী,ফরিদপুর ও সভাপতি , মেগচামী দাখিল মাদরাসা, মোবাইল নং : ০১৭০১-৬৭০০২৭ ফোন (অফিস) : ০৬৩২৬-৫৬২৫৫ ই-মেইল : unomadhukhali@mopa.gov.bd ফ্যাক্স : ০৬৩২৬-৫৬২৪০ ব্যাচ (বিসিএস) : ৩৫ বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৪
অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার
মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়,
ড. শেখ আব্দুর রশীদ
সিনিয়র সচিব , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,
প্রফেসর মিঞা মোঃ নূরুল হক
চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,
বিষ্ণু পদ ঘোষাল
জেলা শিক্ষা অফিসার , ফরিদপুর।, ফোন: ০৬৩১৬২৬৭৭ , মোবাইল: 01712619704 Email: faridpurdeo2008@yahoo.com
মো: আব্দুল আওয়াল আকন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মধুখালি, ফরিদপুর, মোবাইল নং : ০১৭১৬১১৪৮৩৬ ফোন (অফিস) : +৮৮০৬৩২৬-৫৬০৬২ ই-মেইল :, useomadhukhali@gmail.com বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ০৪ অক্টোবর ২০২২
মো: রাশেদুল ইসলাম
উপজেলা একাডেমিক সুপারভাইজার, মধুখালি, ফরিদপুর। , email: uasmadhukhali@gmail.com , Mobile: ০১৭১০৭০৪৬৯৮
| SL | CLASS | TOTAL | Present BOYS | Present GIRLS | COMMENTS |
|---|
আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আস্সালামু আলাইকুম।
সম্মানিত অভিভাবক / অভিভাবিকা, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। যুগান্তরে ঐতিহ্যবাহী মেগচামী দাখিল মাদরাসা অর্ধ শতাব্দীর কাছা কাছি সময় ধরে এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে এক ঝাঁক মেধাবী ও ক্ষ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি।
মোঃ আবু রাসেল
সভাপতি
পরিচালনা পর্ষদ
মেগচামী দাখিল মাদরাসা
জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শিক্ষিত জনগোষ্ঠী অপরিহার্য।
জীবনের জন্য আলোর প্রয়োজন, আলো ছাড়া মানুষের জীবন চলতে পারে না। তাই দিবারাত্র চলাচলের জন্য মহান আল্লাহ্ চন্দ্র সূর্যের মাধ্যমে আলোর ব্যবস্থা করেছেন। এই আলো বাহ্যিক অন্ধকারকে দূর করতে সক্ষম হলেও আত্মিক, সামাজিক, রাষ্ট্রীয় অন্ধকার দূর করতে মোটেও সক্ষম নয়। আর এই জন্য প্রয়োজন জ্ঞানের আলো। আর প্রকৃত জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন বলিষ্ঠ সাধনা। নিরন্তর সাধনা দ্বারাই সুশিক্ষা লাভ সম্ভব এবং জীবনের লক্ষ্য অর্জন হয় সহজতর। সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে হলে সময় সম্পর্কেও সচেতন থাকতে হবে।আমরা প্রত্যেকে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে ও ধরে রাখতে চেষ্টা করি। আর সেই শান্তি পূর্ণ পরিবেশ ধরে রাখার জন্য মহান আল্লাহ্ তা’আলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ্ তা’আলা পবিত্র কোরআনে বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ মানুষকে কল্যাণের পথে ডাকা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা’’। কিন্তু কালের বিবর্তনে আমাদের স্বার্থপরতার কারণে ব্যাক্তি, সমাজ, রাষ্ট্র আজ কলুষিত।
তাই কলুষমুক্ত পরিবেশ, দেশ ও জাতি গঠনে ভবিষ্যৎ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। তোমাদের হাতে হবে যোগ্য, দক্ষ, নৈতিকতা সম্পন্ন, দেশ প্রেমিক, সৃজনশীল সুশিক্ষিত, ব্যক্তিত্বপুর্ন আলোকিত মানুষ। তোমরাই গোটা বিশ্বকে করবে জ্ঞানের আলোয় আলোকিত। তোমরা প্রত্যেকে ব্যক্তিগত ও সমষ্টিগত প্রচেষ্টা চালালে এই সমাজ ও দেশ থেকে অন্যায়ের কালো হাত ভেঙ্গে দিয়ে শান্তির বারতা নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ কেননা আল্লাহ্ তায়ালা সর্বদা সত্যের সহায়ক। দুনিয়ার মানুষ তোমার কর্মগুনে তোমাকে স্মরণ করবে। জেনে রেখ কীর্তিমানের মৃত্যু নেই। তাই এসো ছাত্র ছাত্রীরা আমরা অন্তর থেকে হিংসা-বিদ্বেষ, অন্যায়, অন্যায্যতা,ও অশান্তি দূর করে আমাদের সৃজনশীল শক্তি কাজে লাগাই ও আমাদের দেশ ও জাতিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলি। তবেই আমাদের মাঝে শান্তি ও আনন্দ বিরাজ করবে এবং দেশে প্রবাহিত হবে আনন্দধারা। মহান আল্লাহ্ আমাদের সহায় হোন।
বর্তমান যুগ একটি ডিজিটাল যুগ। জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শিক্ষিত জনগোষ্ঠী অপরিহার্য। দেশের অগ্রগতি এবং আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সৃজনশীল মেধার যথাযথ বিকাশের জন্য যথোপযুক্ত চর্চার ক্ষেত্র প্রস্তুত করতে হয়। বিশ্ব সমাজে নিজের অবস্থান এবং সাফল্য ধরে রাখার স্বার্থে শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতার উত্তরোত্তর বৃদ্ধি ও যুগোপযোগী করার লক্ষ্যে মেগচামি দাখিল মাদরাসা নতুন ওয়েবসাইট চালু করেছে। ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য সকল তথ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দেয়া। এই ওয়েবসাইট থেকে শিক্ষার্থী অভিভাবকসহ সকলে মাদ্রাসা বিভিন্ন বিজ্ঞপ্তি, শিক্ষা সম্পর্কিত তথ্য, শিক্ষক-কর্মচারীর তথ্য, শ্রেণী কার্যক্রম, সরকার কর্তৃক নির্দেশিত বিজ্ঞপ্তি এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। এখানে শিক্ষার্থীরা তাদের সমস্যা জানাতে পারবে। শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকবৃন্দ টেকসই দক্ষ মানবসম্পদ তৈরি করার জন্য পরামর্শ প্রদান করতে পারবে।শিক্ষকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে।আমি সকলের সর্বাঙ্গীন সুন্দর ও কল্যাণকর জীবন কামনা করছি। আমীন।
মোঃ জহুরুল কাইয়ুম
সুপার
মেগচামী দাখিল মাদ্রাসা
সম্পদ রক্ষা
Copyright © 2022 All Right Reserved | Powered by : RAUD
